সিলেট-সুনামগঞ্জে বানভাসী দুর্দশাগ্রস্ত মানুষদের মাঝে জাতীয় সমাজতান্ত্রিক দল- জে এস ডির পক্ষ থেকে-নগদ অর্থ সাহায্য, শুকনো খাবার, ওরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জরুরি ঔষধ বিতরন করা হয়েছে।
শুক্রবার (১ লা জুলাই) সকালে দলের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মোঃ শফিক এর সভাপতিত্বে সিলেট নগরীর তোপখানা রোডে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় জে এসডি’র সিলেট জেলা ও মহানগর নেতা সেলিম জামান চৌধুরী, চৌধুরী সাহেদ কামাল টিটো প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই দিনে বিকেলে সুনামগঞ্জে সুবক্ত রাজা চৌধুরীর “বাগান বাড়িতে” দুর্দশাগ্রস্থ বানভাসী নিরন্ন মানুষের মধ্যে চাল, ডাল, চিড়া, গুড়, মোমবাতি, ম্যাচ, ওরস্যালাইন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জরুরী ঔষধ বিতরণ করা হয়।
সুবক্ত রাজা চৌধুরীর সভাপতিত্বে এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সেলিম জামান চৌধুরী, হিলফুল গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর প্রকৌশলী বেলাল হোসেন উপস্থিত থেকে ত্রান সামগ্রী বিতরণ করেন।