মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:
সিলেটে দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রকল্প পিএফজির তিনদিনব্যাপি এক প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।তিনদিনব্যাপি এ প্রশিক্ষণ কার্যক্রমে নরসিংদী জেলার মনোহরদীর বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবি নেতৃত্বের লোকজন অংশ নিয়েছেন।
গত ২৭ এপ্রিল সিলেটের হোটেল ব্রিটানিয়ার হলরুমে পিএফজির তিনদিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। তিনদিনের এ প্রশিক্ষণ কর্মশালায় মনোহরদী উপজেলার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দসহ, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশ নেন।
এছাড়া এতে মনোহরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমএস ইকবাল আহমেদ, নরসিংদী জেলা পরিষদের সদস্য একেএম জহিরুল হক জহির, বড়চাপা ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন প্রমূখ জনপ্রতিনিধিও এতে অংশ নিয়েছেন। ২৭ এপ্রিলে শুরু হওয়া ৩ দিনব্যাপী এ অনুষ্ঠান ২৯ এপ্রিল সমাপ্ত হয়েছে। এক প্রানবন্ত পরিবেশের মধ্য দিয়ে ২৯ সদস্যের পিএফজি সদস্য এতে অংশ নিয়েছেন বলে অংশগ্রহনকারীদের সাথে আলাপ করে জানা গেছে।
এলাকার রাজনৈতিক সামাজিক, পারিবারিক ও ধর্মীয় সহিংসতা রোধ করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে করণীয় বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। এর এক পর্যায়ের আয়োজনে মনোহরদীবাসীর সাথে সৌজন্য সাক্ষাতে প্রশিক্ষণ কেন্দ্রে এসে মিলিত হন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ও মনেহরদীর সাবেক উপজেলা নির্বাহী অফিসার, এএসএম কাসেম, মনোহরদীতে প্রশিক্ষণকালীন সহ: পুলিশ সুপার জহিরুল ইসলাম প্রমূখ।
এছাড়া এতে প্রশিক্ষণের বিভিন্ন পর্বে প্রশিক্ষক হিসেবে অংশ নেন মিপসের উপ প্রোগ্রাম পরিচালক ড. নাজমূন নাহার নূর লুবনা, হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শশান্ক বরন রায়, হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ নজরুল ইসলাম, মাঠ সমন্বয়ক রিপন দআচার্য, প্রশিক্ষণ এক্সপার্ট উত্তম সরকার ও প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। পিএফজির মনোহরদী সমন্বয়ক কাজী আনোয়ার কামাল এর সদস্যদের সার্বিক বিষয়ে দেখভালের দায়িত্ব পালন করেন।পিএফজির এ প্রশিক্ষন আয়োজনে অ্যাম্বেসেডরের দায়িত্ব পালন করেছেন এমএস ইকবাল আহমেদ,সাইদুর রহমান তসলিম,শাহজালাল হীরা,এমদাদুল হক টিটু, শেখ জুলেখা আফরোজ বন্যা ও আরিফুল ইসলাম ভূইয়া।