সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী এলাকায় বালুবাহী ট্রাকচাপায় ভানু বেগম (৬৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে পাঙ্গাসী বড় ব্রীজের উপর এ দূর্ঘটনা ঘটে।
নিহত ভানু বেগম পাঙ্গাসী ইউনিয়নের দেউলমুড়া উত্তরপাড়া এলাকার মৃত বেলায়েত হোসেনের স্ত্রী।
পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু জানান, আজ সকালে বৃদ্ধা ভানু বেগম হেঁটে রাস্তা পার হবার চেষ্টা করছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে আসা একটি বালুবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটিকে জব্দ করে থানা হেফাজতে নেয়া হচ্ছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।#