সুইডেনের প্রতি সমর্থন জানাবে না তুরস্ক। বিষয়টি আবারও স্পষ্ট করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তিনি বলেছেন, সুইডেন সন্ত্রাসবাদী আইনে পরিবর্তন এনেছে, কিন্তু তা যথেষ্ট নয়। সুইডেনে বসবাসকারী তুরস্কবিরোধী শক্তির বিরুদ্ধে এখনও যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের গ্রেপ্তার করা হয়নি।
তুর্কি প্রেসিডেন্টের অভিযোগ করেন, সুইডেনে এখনও পিকেকে সমর্থকেরা ঘুরে বেড়াচ্ছে। এ থেকেই প্রমাণিত হয়, সুইডেন পিকেকে সমর্থকদের গ্রেপ্তার করতে খুব বেশি উৎসাহী নয়। সুইডেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তুরস্ক সুইডেনের পক্ষে ভোট দেবে না।
আজারবাইজান সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেখান থেকে ফিরে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া প্রসঙ্গে কথা বলেন তিনি। আবার একই সময়ে আঙ্কারায় সুইডেন, তুরস্ক এবং ন্যাটোর প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলছে। সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া প্রসঙ্গেই এ বৈঠক।
তুরস্কের ওপরই নির্ভর করছে সুইডেনের ন্যাটোতে যোগদান। অন্য সবগুলো দেশ সমর্থন জানালেও সুইডেনের পক্ষে ভোট দেয়নি তুরস্ক।