দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় বান্দরবান জেলায় ৫০ প্লাটুনসহ পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় ১২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ শুক্রবার ২৯ ডিসেম্বর থেকে তারা মাঠে নেমেছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ১১৫১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সিভিল প্রশাসনকে তারা সহযোগিতা করবেন। পার্বত্য চট্টগ্রামের ১২৯ প্লাটুন বিজিবির মধ্যে বান্দরবানে ৫০ প্লাটুন, রাঙামাটিতে ৪৫ প্লাটুন এবং পার্বত্য জেলা খাগড়াছড়িতে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে কমসংখ্যক বিজিবি দায়িত্ব পালন করবে মেহেরপুর ও নড়াইল জেলায়।
এ দুটি জেলায় ৪ প্লাটুন করে বিজিবি দায়িত্ব পালন করবে। সবচেয়ে বেশি বিজিবি দায়িত্ব পালন করবে চট্টগ্রাম জেলায়। এখানে ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্লাটুনসংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে কক্সবাজার (৬২), ঢাকার (৫৭) অবস্থান তৃতীয়, চতুর্থ অবস্থানে বান্দরবান (৫০)।