প্রদীপ কুমার রায়:
নড়াইলসহ সারাদেশের সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাসদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের সম্মুখে আজ মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ৫টায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা আহবায়ক এম এ মজিদ, সদস্য সচিব এড.মিলন মন্ডল, সদর উপজেলা শাখার সদস্য সচিব এড.মোজাম্মেল হোসেন রিয়াজ, জেলা সদস্য আরিফুর রহমান, কমলনগর উপজেলা শাখার সদস্য সচিব ফিরোজ আলম, সদর কমিটির সদস্য মোঃ নাইম,ছাত্রফ্রন্ট জেলা কমিটির সদস্য সচিব পারভেজ মোশারফ প্রমুখ।
বক্তারা স্বাধীন বাংলাদেশে এ যাবৎ কাল পর্যন্ত ঘটে যাওয়া সকল সাম্প্রদায়িক হামলার তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা সহ দায়ীদেরকে আইনের আওতায় এনে বিচার করার জোড় দাবী করেন।
অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়তে হলে শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। সে লক্ষ্যে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে একযোগে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদকে শক্তিশালী করার আহবান জানানো হয়।