বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক নতুন পথ পত্রিকার প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
গতকাল (৩০ জানুয়ারী) সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত আবদুল মুনাফের পুত্র মো: হোসেন বাদী হয়ে ১ কোটি টাকার এ মানহানির মামলা দায়ের করেন।
বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য লক্ষ্মীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
সম্প্রতি লক্ষ্মীপুর সদর থানা পুলিশ পৌরসভার ৭নং ওয়ার্ড সমসেরাবাদ এলাকা থেকে মো: হোসেন ও স্বপন নামে ২ জনকে আটক করে। পরে লক্ষ্মীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক নতুন পথ পত্রিকায় তাদেরকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রেক্ষিতে মো: হোসেনের সম্মান ক্ষুন্ন হয়েছে মর্মে বাদী হয়ে সোমবার বিকেলে আদালতে ১ কোটি টাকার মানহানি মামলা দায়ের করে।
মামলায় নতুন পথ পত্রিকায় প্রকাশক হোসাইন আহম্মদ হেলাল ও সম্পাদক বেলাল উদ্দিন সাগরকে আসামী করা হয়।