কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর:
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষায় লক্ষ্মীপুর জেলা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা দিয়েছে ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরাম।
১৭মে (শুক্রবার) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অধিভুক্ত সরকারি সাত কলেজে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় লক্ষ্মীপুর জেলা থেকে ২শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ফোরামের পক্ষ থেকে কলম এবং শিক্ষার্থীদের ইলেক্ট্রনিক্স ডিভাইস সংরক্ষণ ও তীব্র তাপদাহ থেকে স্বস্তি পেতে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।
ফোরামটির এমন কার্যক্রমে জেলার পাঁচ উপজেলা থেকে ভর্তিযুদ্ধে অংশগ্রহণকারী পরীক্ষার্থী এবং অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করে ফোরামের উত্তোরত্তোর সফলতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের সভাপতি আসহাব রাফি, সাধারণ সম্পাদক ফাহিম ফয়সাল মার্শা এবং সাত কলেজে থাকা অত্র ফোরামের প্রতিনিধিবৃন্দ।
ফোরামের সভাপতি আসহাব রাফি বলেন, ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরাম বরাবরের মতোই একটি ছাত্র কল্যাণমূলক ফোরাম। এটি ঢাকায় অবস্থিত লক্ষ্মীপুরের ছাত্রদের ভরসার একটি নাম। বিগত বছরগুলোতেও ছাত্রদের নানারকম সমস্যার সমাধান আমরা করে এসেছি। আবাসন, ভর্তি সহায়তা, শিক্ষাবৃত্তিসহ নানাবিধ কাজে আমরা শিক্ষার্থীদের পাশে আছি। ৭কলেজ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ভর্তি সহায়তায়ও আমরা সহযোগিতা করবো। তাদের আবাসন সমস্যা সমাধানে আমরা বদ্ধপরিকর।
উল্লেখ্য যে, ২০১২ সালে ঢাকায় পড়ুয়া শিক্ষার্থীদের কল্যাণে এই ফোরামটি প্রতিষ্ঠিত হয়। ফোরামটি প্রতিষ্ঠা করেন অ্যাডভোকেট মাহীর আসহাব ও অ্যাডভোকেট হিমেল অর রশিদ ভূঁইয়া। দুজনে ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সম্পাদকের দায়িত্বও পালন করেন।
প্রতিবছর ঢাকায় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে বড়ো পরিসরে জেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, শিক্ষার্থীদের বিভিন্নরকম সমস্যা সমাধান এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের যেকোনো সহায়তা নিয়ে পাশে দাঁড়ায় ফোরামের সদস্যরা।