সোমবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ,৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

সাকিব-মুশফিকের ব্যাটে বাংলাদেশ রানের পাহাড়

Array

পল্লী নিউজ ডেস্ক:

ওয়েলিংটনে সাকিব-মুশফিকের ৩৫৯ রানের রেকর্ড জুটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে দলীয় স্কোর দাঁড়িয়েছে সাত উইকেটে ৫৪২। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি উদযাপন করেন সাকিব আল হাসান।

১৩৬তম ওভারের শেষ বলে মেহেদি হাসান মিরাজের (১৩ বলে ০) বিদায়ে দিনের খেলা শেষ হয়। ১০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন সাব্বির রহমান।

সাদা পোশাকে তামিম ইকবালকে ছাড়িয়ে দেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এখন সাকিব। দলীয় ৫৩৬ রানের মাথায় ‍নেইল ওয়াগনারের বলে বোল্ড হওয়ার আগে ২৭৬ বলে ২১৭ রানের চোখ ধাঁধানো ইনিংস উপহার দেন বাংলাদেশের ‘ক্রিকেট বিজ্ঞাপন’। তাতে ছিল ৩১টি চারের মার।

এদিন বিশ্বের ১৪তম ক্রিকেটার হিসেবে টেস্টে ৩ হাজার রান ও দেড়শ’ রানের অভিজাত ক্লাবে নাম লেখান সাকিব। তাকে যোগ্য সঙ্গ দেন ইনজুরি থেকে ফেরা অধিনায়ক মুশফিকুর রহিম। ১৫৯ রানের (২৬০ বল) ঝলমলে ইনিংস খেলে ‍মাঠ ছাড়েন ‘মি. ডিপেন্ডেবল’।

দুই বছরেরও অধিক সময় পর টেস্টে সেঞ্চুরির দেখা পান দু’জন। তাদের পার্টনারশিপে ‍আসে ৩৫৯ ‍রান। যা কয়েকটি রেকর্ডের জন্ম দিয়েছে।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন সাকিব-মুশফিক। ছাড়িয়ে গেছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েসের কীর্তিকে (৩১২, পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালের এপ্রিলে)।

নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে পাকিস্তানের আসিফ ইকবাল ও জাভেদ মিয়াদাদের করা ৪১ বছরের পুরনো রেকর্ডও (২৮১) ভেঙে দিয়েছেন সাকিব-মুশফিক।

কিউইদের বিপক্ষে বাংলাদেশের এটিই সর্বোচ্চ রানের পার্টনারশিপ। আগের রেকর্ডটি ছিল জুনাইদ সিদ্দিক ও তামিম ইকবালের (১৬১)।

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনেই দুর্দান্ত ব্যাটিংয়ে পেসবান্ধব ঘাসের উইকেটে ভয় জয় করে বাংলাদেশ! বেসিন রিজার্ভে আগের দিন মাত্র ৪০.২ ওভারের খেলা হয়। তামিম-মুমিনুলের জোড়া ফিফটিতে তিন উইকেটে ১৫৪ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামে সফরকারীরা।

৬৪ রানে অপরাজিত থাকা মুমিনুল হকের সেঞ্চুরির লক্ষ্যটা পূরণ হয়নি। কোনো রান যোগ না করেই দলীয় ১৬০ রানের মাথায় টিম সাউদির বলে বিজে ওয়াটলিংয়ের গ্লাভসে আটকা পড়েন ‘পকেট ডায়নামো’ খ্যাত মুমিনুল।

মুমিনুলের বিদায়ে উইকেটে এসে সাবলীল ব্যাটিংয়ে সাকিবের সঙ্গে জুটি গড়েন মুশফিক। দু’জনের ব্যাটেই চালকের আসনে টিম বাংলাদেশ।

তিন কিউই পেসার নেইল ওয়াগনার তিনটি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট দু’টি করে উইকেট নেন।

সর্বশেষ

বিদেশে সম্পদের খোঁজ পেলে জরিমানা

নতুন একটি আয়কর আইন আসছে, যার আওতায় বিদেশে সম্পদের খোঁজ পেলে জরিমানার সম্মুখীন হতে হবে। সোমবার (৫ জুন) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য...

মিজাফ বিজনেস স্টার অ্যাওয়ার্ড পেলেন RUN-25র সভাপতি মনিরুজ্জামান চৌধুরী

সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য মিজাফ বিজনেস স্টার অ্যাওয়ার্ড পেলেন রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার যুবসংঘ RUN-25'র...

বাবার গাড়ির চাকায় পিষ্ট হয়ে ছেলের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় বাবার গাড়ির চাকা নিচে পিষ্ট হয়ে তন্ময় হোসেন মেহেদী...

বাবার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

প্রতিবেদক রাজশাহী: ভালবেসে বিয়ে করায় এবার বাবা, মামাসহ আত্মীয় স্বজনদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তোলা...

সেনবাগ উপজেলা চেয়ারম্যান জাফরের বাড়ীতে তৃনমূল আ. লীগের মত বিনিময় সভা

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সেনবাগ উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহাম্মদ চৌধুরী...

ইবিতে ‘গ্রীন ভয়েসে’র কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষ রোপন কর্মসূচি

ইবি প্রতিনিধি: ‘যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবসে কুইজ...