দেশে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিষয়টি ইতিবাচক হলেও সাইবার অপরাধ দিন দিন বাড়ছে। বিশেষ করে ফেসবুক হ্যাকড, নারীদের ছবি ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেইলিং এবং ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনা প্রায়ই ঘটছে। ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটিকের মাধ্যমে নানা ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে।
এসব অপরাধ প্রতিরোধে গত কয়েক বছর ধরে ঢাকা মহানগর পুলিশ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কাজ করে আসছে। কিন্তু তাতেও তারা হিমশিম খাচ্ছেন।
এবার পুরো দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সাইবার পুলিশ ইউনিট গঠনের প্রস্তাব করা হয়েছে। এই ইউনিটের কাজ হবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজরদারি বাড়ানো। তারা বিদ্বেষ ছড়ানো এবং সাম্প্রদায়িক উস্কানি বন্ধেও কাজ করবেন।
বাংলাদেশ পুলিশের তথ্য বলছে, দেশে ২০১৫ সাল থেকে সাইবার অপরাধের পরিসংখ্যান রাখা হচ্ছে। সেই বছর ২৬৭ টি সাইবার অপরাধ সংঘটিত হয়েছিল এর পরেরবার তা বেড়ে দাঁড়ায় ৬৭১। কিন্তু বর্তমানে এই অপরাধ ভয়াবহ আকারে বেড়ে চলেছে। এছাড়াও সাইবার প্ল্যাটফর্ম ব্যবহার করে জঙ্গিরা বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও প্রমাণ পেয়েছে শৃঙ্খলা বাহিনী। সার্বিক বিষয়ে বিবেচনা করে এই ধরনের অপরাধ কমিয়ে আনতে সাইবার ইউনিট অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।