ঢাকা: সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মীরুকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর শ্যামলী থেকে তাকে গ্রেফতার করা হয়।
মীরু শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক জানান, গ্রেফতার অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা ও ঢাকা ডিবি পুলিশ। তাকে ঢাকা থেকে সিরাজগঞ্জে নেওয়া হচ্ছে।
২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে পেশাগত দায়িত্ব পালনকালে পৌর মেয়র মীরুর শর্টগানের গুলিতে আহত সাংবাদিক শিমুল ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে মেয়র ও তার দুই ভাইসহ ১৮ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।