লক্ষ্মীপুর প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহাজাদপুরে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদ, খুনিদের গ্রেফতার ও বিচার দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। (আজ) রোববার বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শীর্ষ সংবাদ ডটকম সম্পাদক নজরুল ইসলাম জয়’র আয়োজনে মাই টিভির জেলা প্রতিনিধি আলী হোসেনের সঞ্চালনায় এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, দেশ টিভির জেলা প্রতিনিধি কামাল হোসেন, সময় টিভির জেলা প্রতিনিধি মাহবুবুল ইসলাম ভূঁইয়া, বৈশাখী টিভি’র জেলা প্রতিনিধি মাজহারুল আনোয়ার টিপু, আামাদের সময়ের জেলা প্রতিনিধি মো: জহির উদ্দিন, দৈনিক লক্ষ্মীপুর কন্ঠের সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আনোয়ারের রহমান বাবুল, এ কিউ এম সাহাবউদ্দিন, ইসমাইল হোসেন জবু, দৈনিক কালের কন্ঠের লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েস, সমকাল জেলা প্রতিনিধি আতোয়ার রহমান মনির, দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি নাজিম উদ্দিন রানা, দৈনিক বণিক বার্তার লক্ষ্মীপুর প্রতিনিধি রাকিব হোসেন রনি, অনলাইন জেটিভি প্রতিনিধি রুবেল হোসেন, সাংবাদিক নুর আহম্মদ মিলন, দেলোয়ার হোসেন মিধ্যা, আনিছ কবির প্রমুখ।
মানববন্ধন থেকে সংবাদকর্মীরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে অবিলম্বে সাংবাদিক হত্যাকারী খুনিদের গ্রেফতার করার দাবী জানান। তা নাহলে হরতালসহ আরো কঠোর কর্মসুচির ঘোষণা দেয়া হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।
প্রসঙ্গত: গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়রের ছোড়া গুলিতে নিহত হন সমকালের সাংবাদিক আবদুল হামিদ শিমুল।