নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ১৬ নং কাদিরপুর ইউপির পৌরণ বিবি দঃ বাজারে গত ২২ জানুয়ারি ২০২৩ সন্ধ্যা দ্যা কান্ট্রি টুডে জেলা প্রতিনিধি জাতীয় দৈনিক রুপবানী, অনলাইন চ্যানেল পল্লীনিউজ ও নোয়াখালী সময় পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক বি. চৌধুরী ( তুহিন) কে হামলার ঘটনা আজও সুষ্ঠু বিচার হয়নি।
কিশোর গ্যাং বাহিনী প্রধান ও তার সাঙ্গ-পাঙ্গরা আদৌ গ্রেপ্তার হয়নি। সাংবাদিক মোঃ বদিউজ্জামান ( তুহিন) প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
ভুক্তভুগি সাংবাদিকের দাবি, বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ও জেলা পিবিআই মোটা অংকের ঘুষ খেয়ে নীরব ভূমিকা পালন করেছেন। পিবিআই সঠিক রিপোর্ট দেয়নি।
এ ঘটনায় সাংবাদিক বি. চৌধুরী (তুহিন) গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নোয়াখালী-৩ আসন (বেগমগঞ্জের) ৩ বারের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরণের হস্তক্ষেপ কামনা করেছেন।