নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুরে ‘সংখ্যালঘুর বসত বাড়ীতে অগ্নিসংযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের জের ধরে কাদিরপুর ইউপি চেয়ারম্যান কিশোর গ্যাং লিডার সালাহ উদ্দিন সহ তার সাঙ্গপাঙ্গরা ২২ জানুয়ারী সন্ধ্যায় ৭ টায় পৌরণ বিবি দঃ বাজার নতুন ব্রিজ সংলগ্ন হেলাল ইন্জিনিয়ারি ওয়ার্কসপের ভিতর ঢুকিয়ে এলোপাথাড়ি সন্ত্রাসী হামলা চালায়।
এ ঘটনায়, বেগমগঞ্জ মডেল থানা ও চীফ জুডিশিয়াল আদালতে মামলা হলে আমলী আদালত পিবিআইকে তদন্তের আদেশ দেন। পিবিআই সরজমিনে তদন্তে যথেষ্ঠ সাক্ষী প্রমাণ পাওয়া যায়। এরপর ও আসামীরা মিজানুর রহমান পারভেজ নামে জনৈক লোক দিয়ে বেগমগন্জ মডেল থানা চাঁদাবাজির অভিযোগ এনে মিথ্যা ভিওিহীন বানোয়াট অভিযোগ দায়ের করে যাহা খুবই দুঃখ জনক ও মানহানিকর বটে।