আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক লাখো কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক,ফরিদ আহমেদ বাঙ্গালীর পিতা ও রামগঞ্জ উপজেলার ৫ নং চন্ডীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ হাযদর আলী পাটোয়ারী বাড়ির বাসিন্দা মঙ্গলবার (৩০এপ্রিল) সকাল ৮টা ৪০মিনিটের সময় নিজ বাড়িতে মোঃ ইসমাইল হোসেন পাটোয়ারী (৮৮) বার্ধ্যক জনিত কারণে ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহি………… রাজিউন)।
তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে,৬মেয়েসহ,বহু আত্মীয়স্বজন,সহপাঠি, গুনগাহী রেখে যান। বাদ আছর, মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের,সাধারন সম্পাদক কাউছার হোসেন,স্থানীয় জাতীয় দৈনিকের কর্মরত সাংবাদিকবৃন্দ শোক প্রকাশ করেছেন।
তারা মরহুমের আত্মার মাঘফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। এ ছাড়াও মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সালেহ আহমেদ পাটোয়ারী,ইউপি চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ তাঁর বিদেহী আত্মার মাঘফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।