সাংবাদিকদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনের আলোচিত ৫৭ ধারায় মামলা হলে হয়রানি হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ সচিবালয়ে নতুন ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট’ এর খসড়া নিয়ে সভা শেষে সাংবদিকদের এ কথা জানান তিনি।
এসময় নির্দোষ কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হন, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী। এছাড়া আলোচিত ৫৭ ধারা আইনে থাকবে কি-না- তা আগামী আগস্ট মাসে জানা যাবে বলেও জনিয়েছেন তিনি।
সভায় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।