সাংবাদিককে গালি দিয়ে ওএসডি হলেন সেই ইউএনও

শেয়ার

কক্সবাজারে সাংবাদিককে গালি দেওয়া টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সারকে ওএসডি করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি , আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ জুলাই) ‘নিচু জায়গায় নির্মাণ করা উপহারের ঘর পানিতে ভাসছে’ শিরোনামে একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।

এরপর ওই দিন রাতেই ইউএনও মোহাম্মদ কায়সার নিউজটি করায় ওই অনলাইন পোর্টালের কক্সবাজার প্রতিনিধিকে ফোন করে অকথ্য গালিগালাজ করেন। যদিও পরের দিন শুক্রবার ওই প্রতিনিদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান ইউএনও।

এদিকে এ ঘটনায় রোববার (২৪ ‍জুলাই) উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ইউএনও মোহাম্মদ কায়সারের ভাষা মাস্তানদের চেয়েও খারাপ।

এটা কোনো ভাষা হতে পারে না। এ সময় ওই ইউএনওকে ‘রং হেডেড’ বলে মন্তব্য করেন আদালত।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.