লক্ষীপুর থেকে প্রকাশিত দৈনিক মানব কল্যান পত্রিকার নির্বাহী সম্পাদক ও জাতীয় দৈনিক খবর’র লক্ষীপুর জেলা প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন জবু’র মেয়ে তাসরিয়া সুলতানা অামরিন চলতি ২০১৬ ইং জে এস সি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের অধিন লক্ষীপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সে ভবিষ্যতে ডাক্তার হয়ে সেবা করতে চায়।
সে নারী নেত্রী মমতাজ বেগমের নাতনী। একমাত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও দাদু -নানু’র অান্তরিকতায় তার এই সফলতা অর্জন। সে জন্য তার অভিভাবক সকলের নিকট সালাম জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানান। অামরিনের অর্জিত এই সাফল্যপূর্ণ ফলা ফলের জন্য পরম করুনাময় অাল্লাহ তাঅালা”র নিকট শোকরানা কামনা করেন এবং ভবিষ্যতে তার অারো ভালো ফলা ফলের জন্য সকলের প্রতি দোয়া প্রার্থনা কামনা করেন তার বাবা সাংবাদিক ইসমাইল হোসেন জবু ।
Uncategorized