কুয়েতে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রতিষ্ঠানটির মাধ্যমে জরুরি ভিত্তিতে দুই ক্যাটাগরির পদে মোট এক হাজার ২৩২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
যা যা প্রয়োজন-
বয়সসীমা : অনূর্ধ্ব ৩৯ বছর।
কাজের সময় : প্রতিদিন ৮ ঘণ্টা।
মোট পদ : দুই ক্যাটাগরির পদে মোট এক হাজার ৩২ জনকে নেওয়া হবে।
বেতন : উভয় পদেই বেতন দেওয়া হবে ৩০০ কুয়েতি দিনার।
চাকরির শর্ত :
প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে।
কুয়েতে গমনের জন্য প্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে।
পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন দুই বছর ৬ মাস থাকতে হবে। প্রার্থীর বয়স অবশ্যই ২৩ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে।
চাকরির চুক্তি এক বছর, যা নবায়নযোগ্য। কাজ সপ্তাহে ৬ দিন, প্রতিদিন ৮ ঘণ্টা এবং বছরে ৩০ দিন ছুটি।
আসবাবপত্র, থাকা-খাওয়া ও কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে।
এ ছাড়া অন্য শর্তাবলি কুয়েতের শ্রম আইনের অনুযায়ী প্রযোজ্য হবে
আবেদন প্রক্রিয়া : আগ্রহীরা ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি ও অন্যান্য তথ্য পূরণ করে বোয়েসেলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া : বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে। আবেদন ফরমের জন্য এখানে ক্লিক করুন।