লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুরে সম্মানী নিতে দেরি হওয়ায় মো. জয়নাল আবেদিন বলি (৯১) নামের এক প্রবীন মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে চড় দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন পাঠানের বিরুদ্ধে। এসময় আবুল কাশেম ও নুর মিয়াসহ কয়েকজন মুক্তিযোদ্ধা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তবে তাৎক্ষনিকভাবে কমান্ডারের পক্ষ থেকে মেয়র ইসমাইল খোকন ওই মুক্তিযোদ্ধার কাছে ক্ষমা চান বলে জনা যায়। রোববার দুপুরে রায়পুর মার্চ্চেন্টস একাডেমির মাঠে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন বলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট এবং উপজেলার আবাবিল ইউনিয়নের বলি বাড়ীর মৃত মেহের আলীর বলির ছেলে। মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন বলি সাংবাদিকদের বলেন, সংবর্ধনা অনুষ্ঠানের সময় আমি প্রাকৃতির ডাকে সাড়া দিতে স্থান ত্যাগ করি। ওই সময় সংবর্ধনার সম্মানী নিতে আমার নাম ঘোষণা করা হয়। কিন্তু আমি না থাকায় সম্মানী নেয়া সম্ভব হয়নি। কিছুক্ষণ পরে এসে সম্মানী চাইলে উপজেলা কমান্ডার নিজাম উদ্দিন পাঠান প্রকাশ্যে আমাকে একটি চড় মারেন। অভিযুক্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন পাঠান বলেন, সংবর্ধনার সম্মানীর সময় লাইনে না থাকায় তার সঙ্গে একটু মজা করে গাল টেনে দেয়ায় ভুল বোঝাবুঝি হয়েছে। পরে বিষয়টি পৌর মেয়র মীমাংসা করে দিয়েছেন।