সম্পর্ক জোরদারে সম্মত জাপান-যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া

শেয়ার
ক্যাম্প ডেভিডে ঐতিহাসিক সম্মেলনে নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। খবর আল জাজিরার।
শুক্রবার (১৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ঐতিহাসিক ক্যাম্প ডেভিভ সামরিক ঘাঁটিতে সম্মেলনের উদ্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথমবারের মত এই শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতারা।এসময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এই তিন দেশের সম্পর্ক যত বেশি জোরালো হবে, বিশ্ব তত বেশি নিরাপদ হবে।
তিনি বলেন, “আমাদের তিন দেশের সম্পর্ক যত বেশি জোরালো হবে, বিশ্ব তত বেশি নিরাপদ হবে। আমরা সবাই এ কথা বিশ্বাস করি। আমি আপনাদের রাজনৈতিক স্বদিচ্ছার জন্য ধন্যবাদ জানাই। আমি আপনাদের উভয়ের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আমরা সহযোগিতার নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছি।”
সম্মেলন শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট, জাপানের প্রধানমন্ত্রী ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠক করেন।
জাপান ও দক্ষিণ কোরিয়া প্রতিবেশী দুই দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল ভিন্ন দুই মেরুতে। এছাড়াও দক্ষিণ কোরিয়ায় জাপানের রয়েছে দীর্ঘ উপনিবেশিক শাসনের ইতিহাস। তবে সম্প্রতি অঞ্চলটিতে চীন এবং উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকির মুখে দীর্ঘ তিক্ততা স্বত্ত্বেও সম্পর্ক জোরদারে বাধ্য হচ্ছে টোকিও-সিউল।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.