সমুদ্রে ভাসছে ৪০০ অভিবাসী

শেয়ার

প্রায় ৪০০ অভিবাসী নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় গ্রিস ও মাল্টার মাঝে একটি নৌকা ভাসছে। যেকোনো মুহূর্তে বিপদের আশঙ্কা রয়েছে।

অ্যালার্ম ফোন নামে অভিবাসীদের সহায়তাকারী একটি পরিষেবার বরাত দিতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মূলত সাম্প্রতিক সময়ে উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধপথে ইউরোপে পৌঁছানোর জন্য অভিবাসীবাহী নৌকার চাপ বেড়েছে। অ্যালার্ম ফোন টুইটারে জানিয়েছে, তারা অভিবাসীবাহী ওই নৌকা থেকে একটি কল পেয়েছে। নৌকাটি লিবিয়ার তোব্রুক থেকে রাতের আঁধারে যাত্রা করেছিল। কল পাওয়ার পর তারা এ বিষয়ে কর্তৃপক্ষকে জানায়। কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত অভিভাসীদের উদ্ধারে কোনো অভিযান শুরু করেনি।

অ্যালার্ম ফোন বলেছে, নৌকাটি এখন মাল্টিজ সার্চ অ্যান্ড ও রেকসিউ এরিয়ায় (এসএআর) রয়েছে।

অন্যদিকে জার্মান এনজিও সি-ওয়াচ ইন্টারন্যাশনাল তাদের টুইটার অ্যাকাউন্টে বলেছে, কাছাকাছি দু’টি বণিক জাহাজসহ নৌকাটি খুঁজে পেয়েছে।

সংস্থাটি জানিয়েছে, মাল্টিজ কর্তৃপক্ষ জাহাজগুলোকে ওই নৌকা থেকে উদ্ধারে কাজ না করার নির্দেশ দিয়েছে এবং তাদের মধ্যে একটিকে কেবল জ্বালানি সরবরাহ করতে বলা হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.