সময়ের আগে বাজার ভরে গেছে অপরিপক্ব টক লিচুতে

শেয়ার

আসি আসি করছে স্বাদে ভরা লিচুর মৌসুম। কিন্তু উপযুক্ত সময়ের আগেই বাজার ভরে গেছে অপরিপক্ব টক লিচুতে। লালচে গোলাপি ও কিছুটা সবুজ রঙের লিচুগুলো পরিপক্ব হয়ে বাজারে আসতে এখনো ৭ থেকে ১০ দিনের মতো সময় লাগার কথা। অতি মুনাফার আশায় আগেই নিয়ে আসা হয়েছে এ লিচু।

ভালো জাতের কোনো লিচু এখনো বাজারে আসেনি। বাজারজুড়ে বিক্রি হচ্ছে মূলত বারোয়ারি জাতের লিচু। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বাজারে আসবে আগাম জাতের মাদ্রাজি ও বোম্বাই লিচু। এর ঠিক পরেই আসবে চায়না থ্রি ও বেদেনা জাতের লিচু।

dhakapost

রোববার (১৯ মে) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাজার থেকে শুরু করে অলিগলি সর্বত্র মৌসুমি ফল বিক্রেতারা অস্থায়ী দোকানে বারোয়ারি জাতের লিচু বিক্রি করছেন। রাজধানীর এমন কোনো এলাকা নেই যেখানে রাস্তায় লিচু বিক্রি হচ্ছে না। প্রথম প্রথম দামও বেশ চড়া। কিছু কিছু দোকানি দাবি করছেন, এগুলো বোম্বাই লিচু। বারোয়ারি জাতের লিচু প্রতি ১০০ পিস বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকায়। যেগুলোকে বোম্বাই লিচু বলা হচ্ছে সেগুলো বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা।

রাজধানীর গুলিস্তান, মতিঝিল, পল্টন, শাহবাগ, মালিবাগ, মৌচাক, মতিঝিল এলাকার ফলের দোকান, ফুটপাত, ভ্যান, বড় বড় কার্টুনে করে লিচু বিক্রি হচ্ছে। আগাম ফল হিসেবে অনেকেই লিচু কিনে নিচ্ছেন। যারা কিনেছেন তাদের অনেকেরই অভিজ্ঞতা ভালো নয়। অর্থাৎ লিচু খেয়ে ভালো লাগেনি। সবাই বলছেন এখনকার লিচুগুলোর বেশিরভাগই টক। দেখতেও পরিপূর্ণ গোলাপি বা লাল নয়, সবুজ সবুজ ভাব রয়ে গেছে।‌ অন্যদিকে লিচু বিক্রেতারা বলছেন, আগে ওঠা লিচু কিছুটা টক, তবে খেতে খুব খারাপ নয়। বাজারে মূল পাকা লিচু আসতে এখনও ৭ থেকে ১০ দিন সময় লাগবে।

dhakapost

রাজধানীর গুলিস্তান থেকে ৩৮০ টাকায় ১০০ পিস বারোয়ারি জাতের লিচু কিনেছেন বেসরকারি চাকরিজীবী মকবুল হোসেন। তিনি বলেন, এখনো যেহেতু লিচুর মূল সময়টা আসেনি তাই বাজারে আসা লিচুগুলো অপরিপক্ব, খেতে টক হবে। এটা বুঝেও বেশি দামেই আগাম লিচু কিনলাম। বাসায় ছোট বাচ্চা আছে, মূলত তাকে নতুন ফলের টেস্ট দেওয়ার জন্যই অপরিপক্ব এ লিচু কিনতে হলো। ‌প্রতিবছর মৌসুমের যতটুকু সময় লিচু পাওয়া যায় নিয়মিত লিচু কিনি। মূল লিচু আসতে এখনও ১০-১৫ দিন সময় লাগবে। তখন তো অবশ্যই কিনব, কিন্তু বছরের নতুন ফল হিসেবে আজ অপরিপক্ব লিচুই কিনলাম।

মতিঝিল এলাকায় ভ্যানে করে লিচু বিক্রি করছিলেন ফল বিক্রেতা সিরাজুল ইসলাম। তিনি বলেন, এগুলো বারোয়ারি জাতের আগাম লিচু। এগুলো খেতেও খারাপ না, মিষ্টিই আছে। তবে কিছু কিছু টক লিচুও আছে। আমরা বারোয়ারি জাতের এই লিচু মানভেদে ৩৫০ থেকে ৩৮০ টাকায় বিক্রি করছি। আর কিছু বোম্বাই লিচু আছে যেগুলো ৪০০ থেকে ৪৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বাজারে নতুন লিচু এসেছে, সে কারণে ক্রেতাদের আগ্রহ আছে, ভালোই বেচাকেনা চলছে। তবে মূল লিচু বাজারে আসতে এখনও সপ্তাহখানেক সময় লাগবে।

dhakapost

এই অস্থায়ী দোকানের পাশে দাঁড়িয়ে লিচু কেনার অভিজ্ঞতা জানাচ্ছিলেন বেসরকারি চাকরিজীবী হেদায়েতুল্লাহ। তিনি বলেন, আমি কয়েকদিন আগে এই জাতের লিচু ১০০ পিস কিনেছিলাম ৩৮০ টাকায়। লিচুগুলো একেবারেই টক ছিল। এখনো মিষ্টি এবং ভালো জাতের লিচু বাজারে আসেনি। গতকালও কিনেছিলাম লিচু, সেগুলোও টক ছিল। আজও এই দোকানদার বলছে, নতুন বোম্বাই লিচু এসেছে, এগুলো মিষ্টি হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.