আমিনুল ইসলাম:
বাংলাদেশে কৃষিতে সেরা ৮ উদ্যোক্তার মধ্যে অন্যতম উদ্যোক্তা ভোলার চরফ্যাশনের মাটি ও মানুষের সন্তান কৃষিবিদ জাহিদুল ইসলাম সৌরভ।
শনিবার রাতে তার সহপাঠী বন্ধুমহল এসএসসি ১৯৯২ ব্যাচ এর আয়োজনে চরফ্যাশন ডাকবাংলো হলরুমে এক সংবর্ধনা প্রদান করেছে। দেশের মধ্যে সেরা কৃষি উদ্যোক্তার স্বীকৃতিস্বরূপ জাহিদুল ইসলাম সৌরভ সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে আরটিভি, এন আর বিসি ব্যাংক থেকে সেরা কৃষি পদক প্রদান গ্রহণ করেছেন।
তার এই বিরল সম্মাননায় আনন্দিত হয়ে এসএসসি ১৯৯২ ব্যাচ বন্ধুমহলের পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হয়। জাহিদুল ইসলাম সৌরভ ভোলা-৪ চরফ্যাশন মনপুরা আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম এর দ্বিতীয় ছেলে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর ছোট ভাই।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চরফ্যাশন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ, বিশেষ অতিথি চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবুল খায়ের নাজু, মনির আসলামী, প্রভাষক নজরুল ইসলাম।আয়োজকরা সংবর্ধিত অতিথি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। এসএসসি ১৯৯২ ব্যাচের বন্ধুমহল বলেন, আমাদের বন্ধু জাহিদুল ইসলাম সৌরভের কৃষি সাফল্যে আমরা গর্বিত।
তিনি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহন করে রাজনীতির পদ পদবী না নিয়ে কৃষিতে স্বাবলন্বী হয়ে অনন্য দৃস্টান্ত স্থাপন করেছে। সংবর্ধিত অতিথি জাহিদুল ইসলাম সৌরভ বলেন, বাংলাদেশের উর্বর মাটি কৃষি কাজের জন্য উপযোগী। কৃষি উদ্যোক্তা হতে ৩৬টি দেশ ভ্রমন করে কৃষিতে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আজ আমি স্বাবলন্ধী।
আমার বন্ধুমহলের মাধ্যমে দেশবাসিকে বলছি আপনারা আপনাদের আশপাশের খালি জায়গায় ফলগাছ লাগান।এওয়াজপুর ইউনিয়নে প্রথমে ১ একর জমিতে কৃষি আবাদ শুরু করে পর্যায়ক্রমে এখন ১৩ একর জমিতে আম লিচুসহ বিভিন্ন প্রজাতির ফলজ এবং শাক সবজি বাগান করে এগুলোর ফল বিক্রি করে আমি স্বাবলন্বী। এছাড়াও মৎস, ডেইরী ফার্ম, ভেড়া ও ছাগল লালন পালন প্রকল্প গ্রহন করেছি