সন্তান বিক্রি করা নিয়ে স্বামী-স্ত্রীর দ্বন্ধ, হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়ে বেড়াচ্ছে স্বামী

শেয়ার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে তুহিন বেগম (৩৪)নামে এক গৃহবধুর লাশ হাসপাতালে রেখে পালিয়েছে বেড়াচ্ছে ঘাতক সেলিম হোসেন নামের এক বখাটে স্বামী।

গৃহবধু তুহিনের আড়াই মাসের পুত্র সন্তান সাফায়েতকে টাকার বিনিময়ে অন্যত্রে বিক্রি করে দেওয়ার জের ধরে নিজ স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তুহিনের পরিবারের লোকজন। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের পর কলচমা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সৃষ্ট ঘটনা রামগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ৮এপ্রিল রাতে রামগঞ্জ পৌরসভার কলচমা ওয়ার্ডের খালেক ঠাকুর বাড়ির বখাটে সেলিমের নিজ বসত ঘরে।

স্থানীয় সূত্রে জানা যায়,রামগঞ্জ পৌরসভার কলচমা ওয়ার্ডের খালেক ঠাকুর বাড়ির রুহুল আমিনের ছেলে সেলিমের সাথে গত ১৫বছর আগে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ২নং ধানসিড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের বাহার খাসার বাড়ির আবুল খায়েরের মেয়ে তুহিন আক্তারের সাথে বিয়ে হয়। অভাব অনটনের সংসার হওয়ার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাধ লেগেই থাকতো।

৩ছেলে সন্তানের মা তুহিন আক্তার। সর্বশেষ গত আড়াই মাস আগে গৃহবধু তুহিন একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। ওই সন্তান জন্মের পর থেকেই পিতা সেলিম তাকে বিক্রি করে দেওয়ার কথা বললে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দফায় দফায় মারধরের ঘটনা ঘটেছে। এরই সূত্র ধরে ৮এপ্রিল গভীর রাতে শিশু সাফায়াতের কান্নাকাটির চিৎকার শুনের বাড়ির লোকজন ছুটে এলে গৃহবধু তুহিনকে মৃত দেখতে পায় বাড়ির লোকজন। এসময় স্বামী সেলিম কৌশল অবলম্বন করে তড়িঘড়ি করে অটোরিক্সা করে নিজ স্ত্রীকে রামগঞ্জ পৌর শহরের আধুনিক হাসপাতালের সামনে রেখে দ্রুত মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।

নিহত গৃহবধুর ভাই ওসমান গনি জানান, হতাহতের ঘটনার একদিন আগে ৭এপ্রিল রাতে আমার বোন তুহিন স্বামী সেলিমের মারধরের বিষয়ে আমাদের পরিবারের সবাইকে জানিয়েছেন। কিন্তু একদিন না যেতেই আমার বোনকে মেরে ফেললো ঘাতক সেলিম।

কলচমা ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনির হোসেন জানান,আমার জানামতে সেলিম ভালো ছেলে। মাটি কাটার ব্যবসা করে। শুনেছি সেলিমের বৌ বেশ কয়েকমাস যাবত অসুস্থ। অসুস্থততার কারনেই হয়তো মারা যাইতে পারে।
রামগঞ্জ থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওয়ালী উল্যা জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোটের জন্য ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা শেষে কলচমা পারিবারিক কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

রামগঞ্জ আধুনিক হাসপাতালের আরএমও ডাঃ ইমরুল হক জানান, গৃহবধুকে হাসপাতালে নিয়ে আসার ২ঘন্টা আগেই মৃত্যুবরন করেছে। এজন্য আমি মৃত ঘোষনা করেই লাশ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান,খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্ঘে প্রেরন করা হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.