রবিবার, ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ,১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

সন্তান নিয়ে টিভিতে অপু বিশ্বাস, জানালেন বাবা শাকিব

Array

অনলাইন ডেস্ক:

কোলের শিশু নিয়ে বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরে লাইভে এলেন চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। তার দাবি এই সন্তান চলচ্চিত্র অভিনেতা সাকিব খানের। ছেলে শিশুটির নাম রাখা হয়েছে আব্রাহাম খান জয়।

সোমবার বিকাল চারটায় সংবাদভিত্তিক চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠানে অপু বিশ্বাস এসে সাকিব খানের সঙ্গে তার সম্পর্কের কথা তুলে ধরেন। সাক্ষাৎকার অনুষ্ঠানের নাম অপু বিশ্বাস এক্সক্লুসিভ।

অপু বিশ্বাস এবং শাকিব খানের মধ্যে বিয়ের গুঞ্জন গত কয়েক বছর ধরেই ছিল সিনে পাড়ায়। তবে শাকিব বা অপু-কেউই বিষয়টি নিয়ে গণমাধ্যমে কিছু বলেননি।

২০০৬ সালে প্রথম শাকিবের সঙ্গে অপু বিশ্বাস জুটি বাঁধেন। এর পর এক দশক ধরেই নানা সিনেমায় নায়ক-নায়িকার ভূমিকায় ছিলেন দুই জন। অপু জানান, সিনেমার প্রেম গিয়ে পড়ায় ব্যক্তিজীবনেও।

অপু বিশ্বাস জানান, তিনি এই ঘটনা এখনও প্রকাশ করতে না যদি না শাকিব এখন তাকে অস্বীকার করতেন। অপু জানান, ২০০৮ সালে শাকিবের গুলশানের বাসায় বিয়ে হয় তাদের দুই জনের। ফরিদপুর থেকে আনা কাজী তাদেরকে বিয়ে পড়ান ওই বছরের ১৮ এপ্রিল।

আর দুই জনের সন্তান পৃথিবীতে আসে গত বছরের ২৭ সেপ্টেম্বর। ভারতের কলকাতার একটি ক্লিনিকে শিশুটির জন্ম হয়।

অপু বিশ্বাস জানান, শাকিব তার বাসায় এখনও আসেন, ছেলেটিকে দেখে যান, কিন্তু তার সঙ্গে সেভাবে কথা বলেন না। এসব কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অপু। পরে আবার তিনি সামলে নিয়ে শাকিবের সঙ্গে তার জীবনের নানা কাহিনি তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি অনেক ঠকে গেছে, কিন্তু মাসুম বাচ্চাটাকে ঠকাতে চাই না।’

অপু জানান, কেবল শাকিব নন, তার পরিবারের সদস্যরাও বাচ্চাটাকে দেখে যান মাঝেমধ্যে।

এই অনুষ্ঠানে উপস্থাপক যখন শিশুটিকে দেখাতে চান, তখন অপু তার অনুমতি দেন। উপস্থাপক বলছিলেন, ‘দর্শক আমরা বিরতি থেকে এসে অপু বিশ্বাসের সন্তানকে আপনাদেরকে দেখাবো’। এ সময় অপু বিশ্বাস উপস্থাপককে থামিয়ে দিয়ে বলেন, ‘অপু বিশ্বাস-সাকিব খানের সন্তান’। এরপর উপস্থাপকও বলেন না।

সর্বশেষ

রায়পুরে প্রতিবন্ধীদের জন্য বিনা খরচে কম্পিউটার প্রশিক্ষণ চালু

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিবন্ধী ও তাদের সন্তানদের জন্য ‘সুবর্ণ কম্পিউটার প্রশিক্ষণ’ চালু করা হয়েছে। এখানে বিনামূল্যে আগামি ৩ মাস কম্পিউটার চালনা...

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন, যা বলল আইন মন্ত্রণালয়

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।...

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ যেসব তারকার, আছেন বাংলাদেশিও

আর মাত্র চার দিন পর শুরু হচ্ছে ১৩তম ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ। এ বিশ্বকাপে কারও...

শাটডাউনের মুখ থেকে বেঁচে গেলো যুক্তরাষ্ট্র

সরকারে স্বল্পমেয়াদী অর্থায়নের বিষয়ে হাউজ অব কমনস ও সিনেটের মধ্যে সমঝোতা হওয়ায় সরকার অচল...

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ...

ঢাকায় দুই দিনব্যাপী ইমিটেশন জুয়েলারি মেলা শুরু

ভাকুর্তার নারী উদ্যোক্তাদের তৈরি গয়না নিয়ে দুইদিনব্যাপী শুরু হয়েছে ইমিটেশন জুয়েলারি মেলা। শনিবার (৩০ সেপ্টেম্বর)...