লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে নৌকার গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিকেলে পৌর শহর ৯ নং ওয়ার্ডের জোড় দিঘীর পাড় থেকে গণসংযোগ শুরু হয়ে মিছিলে পরিণত হয়। পরে মিছিলটি আইয়ুবালী ব্রিজ, পানির টাঙ্কি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে জোড় দিঘীর পাড়ে এসো মিলিত হয়।
এই সময়ে উপস্থিত ছিলেন, পূজা কমিটির সাংগঠনিক সম্পাদক দীপক চন্দ দাস, রাধা গভিনাদ, ড. তপন চন্দ্র মজুমদার, নারায়ণ চন্দ্র শীল,নয়ন সাহা দীপু, পিয়াস চন্দ্র শীল,সমির দাসসহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ।
মিছিল শেষে সমসেরাবাদ পূজা কমিটির সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র দাস বলেন, লক্ষ্মীপুরে আমরা সনাতনী সমাজ একত্রিত হয়েছি নৌকাকে বিজয় করে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সহযোগিতা করা। বাংলাদেশের উন্নয়ন যে অগ্রযাত্রা এটাকে নষ্ট করার জন্য বিএনপি -জামাত এক্যবদ্ব
হয়ে নির্বাচনকে বানচাল করার যে ষড়যন্ত্র আমরা তা প্রতিহত করবো বিশেষ করে এই লক্ষ্মীপুরে পিংকু ভাইকে জয়ী করার জন্য আমো এই প্রচার -প্রচারণা করেছি।আগামীতে লক্ষ্মীপুরে পিংকু ভাই নির্বাচিত হয়ে উন্নয়ন করবে।