গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল ২০জুন মঙ্গলবার সকাল ১১ টায় পৌরসভার কনফারেন্স রুমে পৌর মেয়র মোঃ আনিছুর রহমান এই বাজেট ঘোষণা করেন। এটি মেয়র আনিছুর রহমানের টানা ২৩ বার বাজেট ঘোষণা।
মোট ১১৭ কেটি ৮৫ লাখ ৮৯ হাজার ৪০৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়রের সভাপতিত্বে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান, হিসাব কর্মকর্তা কুদ্দুস মিয়া, প্যানেল মেয়র আমজাদ হোসেন বিএ, ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ কামরুজ্জামান মন্ডল, হাবিবুল্লাহ, মাসুদ প্রধান,পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সুশীল সমাজ, পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ও শ্রীপুর উপজেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।