বাবুল খান, গাজীপু প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌর সভার মানুষের চিকিৎসা সেবা নেওয়ার একমাত্র জায়গা ৫০ শয্যাবিশিষ্ট শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেই হাসপাতালের মূল ফটকের উত্তর পাশে বাউন্ডারি সংলগ্ন তৈরি হয়েছে ময়লার ভাগাড়। যে কারণে দুর্গন্ধে ব্যাপক দুর্ভোগ আর ভোগান্তিতে পড়তে হচ্ছে দূর-দূরান্ত থেকে আসা রোগীসহ স্থানীয়দের।
প্রতিনিয়ত হাসপাতালের বর্জ্য, খাবারের উচ্ছিষ্ট হাসপাতালের সামনে গড়ে ওঠা অবৈধ দোকানের যাবতীয় ময়লা আবর্জনা এখানে ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়। দূষিত হচ্ছে পরিবেশ।
পরিবেশ কর্মী খোরশেদ আলম বলেন, হাসপাতালের ভিতরে ময়লার ভাগাড় তৈরি হওয়ায় ভাগাড় থেকে দুর্গন্ধ ও রোগজীবাণু ছড়াচ্ছে। পাশের রাস্তা দিয়েও চলাচল করা যায় না। এগুলো দ্রুত অপসারণ না করা হলে অবস্থা আরও খারাপ হবে।
হাসপাতালের সামনে দোকানদার ফজলে রাব্বী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এখানে ময়লার ভাগাড় সৃষ্টি হয়েছে। তারা মনিটরিং করলে এমনটা হতো না।
ফার্মেসী ব্যবসায়ী খোকন প্রধান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন ময়লার ভাগাড় চিন্তাই করা যায় না। ময়লার কারণে এখানে কেউ এক মিনিটও দাঁড়াতে পারেন না। এ ছাড়াও দুর্গন্ধের কারণে আমরা ব্যবসায়ীরাও ঠিকমতো ব্যবসা পরিচালনা করতে পারছি না।’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রণয় ভুষণ সাহা বলেন, পৌর কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেওয়ার পরও তারা ময়লা পরিষ্কার করছে না। ময়লা পরিষ্কারের জন্য প্রতি মাসে আমরা পৌরসভা কে বিল দিয়ে থাকি। পৌর কর্তৃপক্ষ নিয়মিত ময়লা পরিষ্কার করলে এমন ভাগাড় তৈরি হত না।
শ্রীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত সাহা বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে ময়লার ব্যাপারে অবহিত করে নাই। অবহিত করলে ময়লার ভাগাড় হত না। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।