বৃহস্পতিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ,৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

শ্রীপুরে অপহৃত স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

বাবুল খান,গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্র অপহরণের পাঁচ দিন পর বাড়ি থেকে আট কিলোমিটার দূরে কর্নপুর গজারি বনের ভেতর থেকে গতকাল রবিবার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পচেগলে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা গভীর গজারি বনের ভেতর শিয়ালে খাওয়া মরদেহটি দেখতে পায়।

অপহৃত স্কুলছাত্র রামিমুল হাসান বিজয় (১৪) শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামের রুমান ব্যাপারীর ছেলে। সে স্থানীয় শতদল কিন্ডারগার্টেন স্কুলের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে।

স্থানীয় বাসিন্দা রিকশাচালক ফালান মিয়া বলেন, ‘শ্রীপুর গোসিঙ্গা পাকা সড়ক দিয়ে যাতায়াত করার সময় পচা দুর্গন্ধ পাওয়া যেত। আমরা কয়েকজন বিষয়টি স্থানীয় আরও কয়েকজনকে জানাই। স্থানীয়রা তখন গভীর জঙ্গলে গিয়ে শিশুর গলাকাটা মৃতদেহ দেখতে পায়। এরপর পুলিশ এসে ঘটনাস্থল থেকে শিয়ালে খাওয়া পচাগলা দুর্গন্ধযুক্ত মৃতদেহ উদ্ধার করেছে।’

সরজমিন দেখা যায়, মরদেহটি গভীর গজারি বনের ভেতর পড়ে রয়েছে। শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে। পেটের নাড়িভুঁড়ি কোনো কিছুই নেই। কোমরের ওপরের অংশ শিয়াল-কুকুরে খাওয়া।

অপহৃত শিশুর বাবা রুমান ব্যাপারী অভিযোগ করে বলেন, ‘গত ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ৩টার দিকে বাড়ির পাশ থেকে আমার ছেলেকে অপহরণকারীরা তুলে নিয়ে যায়। খবর পেয়ে আত্মীয়স্বজনসহ সবাইকে বিষয়টি অবহিত করি। এরপর সবার পরামর্শে থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করি।

‘জিডি করলেও আমার সন্তানকে উদ্ধারে পুলিশ যথেষ্ট গাফিলতি করেছে। আমরা থানায় গেলে পুলিশ তেমন সহযোগিতা করেনি। যার কারণে আমার সন্তানকে ওরা খুন করতে সাহস পেয়েছে। আজ শিয়ালে খাওয়া পচা দুর্গন্ধযুক্ত মৃতদের মিলল গভীর গজারি বনের ভেতর।’

রুমান ব্যাপারী আরও বলেন, ‘অপহরণের পরদিন বুধবার সকাল ১০টা ২০ মিনিটে আমার কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কণ্ঠটি একটু বয়স্ক পুরুষের মনে হয়েছে। মুক্তিপণের ১০ লাখ টাকা নিয়ে নেত্রকোনার সুষম দুর্গাপুর যেতে বলে।

‘এই বলে সংযোগ বিচ্ছিন্ন করে মোবাইল ফোন বন্ধ করে দেয়। এর পর থেকে কোনো যোগাযোগ নাই। এসব তথ্য আমি থানা-পুলিশকে অবহিত করেছি। কিন্তু পুলিশ গুরুত্ব দেয়নি। আমরা যা নিয়ে শঙ্কিত ছিলাম। আজ তাই হলো।’

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীপুর থানা-পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘স্কুলছাত্রের বাবার কাছ থেকে কৌশলে টাকাপয়সা হাতিয়ে নিতে তারই চাচা জুয়েল ব্যাপারী তাকে অপহরণ করে। এরপর টাকা না পেয়ে গলা কেটে হত্যা করে। জুয়েল ব্যাপারী নিজেকে বাঁচাতে, নিজেই বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি জিডি করেন।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত স্কুলছাত্রের পচাগলা শিয়ালে খাওয়া দুর্গন্ধযুক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত স্কুলছাত্রের কয়েকজন স্বজনকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে নিহতের চাচা জুয়েল ব্যাপারীও রয়েছে। কী কারণে স্কুলছাত্রকে তুলে নিয়ে গলা কেটে হত্যা করল, তা দ্রুত বের হয়ে আসবে। ধারণা করা হচ্ছে, দুই দিন পূর্বে শিশুটিকে খুন করে অপহরণকারীরা।’

সর্বশেষ

রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ডলারের দাম আরও কমল

ডলার দাম আরও ২৫ পয়সা কমলো। নতুন দরে প্রবাসী ও রপ্তানি আয়ের বিপরীতে ১০৯ টাকা ৭৫ পয়সায় ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো ডলার কিনবে। আর আমদানিকারকদের...

সরকারের নেয়া কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ রাষ্ট্রপতির

সেবক হিসেবে সাধারণ মানুষের কল্যাণে সরকারের নেয়া কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি...

৩১০ রানেই গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস

দ্বিতীয় দিনের প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়লেন শরিফুল ইসলাম । তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে...

পাকিস্তানি ক্রিকেটারের থেকে ঘুস আদায়, ৪ পুলিশ সদস্য গ্রেফতার

পাকিস্তানের ক্রিকেটার শোহাইব মাকসুদের কাছ থেকে ঘুস আদায়ের দায়ে দেশটির ৪ পুলিশ সদস্যকে গ্রেফতার...

চট্টগ্রামে বিচারককে জুতা ছুড়ে মারলেন আসামি

চট্টগ্রাম সংবাদাতা: চট্টগ্রামের একটি আদালতে জামিন না পেয়ে বিচারককে জুতো ছুড়ে মেরেছেন মো. মনির খাঁ...

রাজশাহীতে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

রাজশাহী প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের মধ্য থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ...