লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের উদ্দ্যেগে আজ ১৫ আগষ্ট মঙ্গলবার সকাল ১১টায় রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে জাতীয় শোক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহম্মেদের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শফিক মাহমুদ পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডক্টর আনোয়ার হোসেন খাঁন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু।
এসময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক মাইনুল ইসলাম মাইনু, ৩নং ভাদুর ইউনিয়ন আ,লীগের সভাপতি এবং ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভুঁইয়া,প্যানেল মেয়র ও পৌরযুবলীগের আহবায়ক মামুনুর রশিদ আখন, জেলা পরিষদ সদস্য সৈকত মাহামুদ সামসু, সাবেক ছাএনেতা মনির হোসেন খোকন, সাবেক বাংলাদেশ ছাএলীগের সদস্য আমিরুল ইসলাম সুমন, সাবেক ছাএনেতা মেহেদী হাসান সুমন, রামগঞ্জ পৌর সেচ্চাসেবক লীগের যুগ্ন আহবায়ক শহিদ চৌকিয়া, উপজেলা ছাএলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, পৌর ছাএলীগের সভাপতি সোহেল চৌকিয়া, যুবলীগ নেতা একরাম হোসেন সৈকত, সরকারি কলেজ শাখা ছাএলীগের সভাপতি মোরশেদুল আমিন বাবু, উপজেলা ছাএলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সুজন, মো: সবুজ প্রমুখ।