রুবেল চক্রবর্তী,জেলা প্রতিনিধি:
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় আগামী ৯ই মার্চ প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে উপজেলার ১নং মনপুরা ও ৫নং কলাতলী ইউনিয়ন পরিষদের নির্বাচনী এলাকায় উৎসব মূখর পরিবেশ তৈরি হয়েছে।
ইতোমধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হয়েছে।
আজ শেষ দিন রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সমর্থকদের নিয়ে উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে উপজেলা নির্বাচন অফিসার ও ১নং মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার অনিমেষ কুমার বসু এর কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন ১নং মনপুরা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও ১নং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর ।
এ সময় উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক সালাহউদ্দিন, বিআরডিবি চেয়ারম্যান আব্দুস সালাম, ১নং মনপুরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন রফিক, ১নং মনপুরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাহাদ খান নাহিদ সহ সমর্থকরা।