শেখ হাসিনাকে হত্যা করা মূল লক্ষ্যই ছিলো একুশে আগস্ট -এমপি শাওন

শেয়ার

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি :-
২০০৪ সালের ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ভোলা তজুমদ্দিনে প্রতিবাদ সমাবেশ আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৫ টায় স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত প্রতিবাদ সমাবেশ আলোচনা ও দোয়া মোনাজাতে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মাষ্টার তৈয়বুর রহমানের সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

আলোচনা সভার বক্তব্যে এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজ বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যাকারীদের হাত থেকে বাদ যায়নি পরিবারের ছোট ছেলে শেখ রাসেল ও। ২০০৪ সালে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলাকারীদের প্রধান লক্ষ্যই ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা। আল্লাহ নিজ হাতে তাকে বাঁচিয়েছেন। আজো সেই ঘাতকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদেশটাকে ধব্বংস করার জন্য। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে কোন ষড়যন্ত্র প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনাকে ক্ষতি করতে না পারে। আওয়ামীলীগকে ক্ষতি করতে না পারে।
আমরা সবাই সবসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য দোয়া করবো।আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন।

তিনি আর বলেন,২১ আগষ্টের এই গ্রেনেড হামলার মুল মাষ্টার মাইন্ড ছিলেন তারেক জিয়া। বিএনপি জামাত জঙ্গিগোষ্ঠীর গ্রেনেড হামলায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহত হন। আহত হন প্রায় ৫ শতাধিক। আহতদের মধ্যে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন এবং অনেকে দেহে স্পিলিন্টার নিয়ে বর্তমানে দুর্বিষহ জীবন-যাপন করছেন। তারেক রহমান ২১ আগষ্ট গ্রেনেড হামলার পরিকল্পনার সাথে জড়িত ছিলেন। তার সাথে মদদ যুগিয়েছিল বাবর, মুফতি হান্নান সহ হরকাতুল জিহাদের জঙ্গিরা। গ্রেনেড হামলার পরে ঘাতক চক্রদেরকে নিরাপদে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগও করে দিয়েছিল তৎকালীন বিএনপি-জামাত জোট।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশ আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.