শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করব: ড. ইউনূস

শেয়ার

দেশ নিয়ে শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণআন্দোলনে দেশের সব স্তরের জনগণ যোগ দিলেও মূলত এটির সূচনা করেছিল শিক্ষার্থীরা। তাই দেশ নিয়ে শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবেন তিনি। মঙ্গলবার ড. ইউনূসকে নিয়ে ‘ইউনূস: আই উইল হেল্প মেক স্টুডেন্টস ড্রিম ফর বাংলাদেশ কাম ট্রু’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। সেখানেই উঠে এসেছে এসব।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নতুন নেতা নির্বাচিত হয়েছে। কিন্তু এটি তার স্বপ্ন ছিল না, এটি তার বিপ্লব ছিল না। তবে যখন ড. ইউনূস যখন গত সপ্তাহে শিক্ষার্থীদের কাছ থেকে ফোন পেয়েছিলেন, তখন তিনি দেশকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে অঙ্গীকার করেন।

শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছিলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ৮৪ বছর বয়সী নোবেলবিজয়ী অধ্যাপক ইউনূস। শেখ হাসিনা দেশত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে তৈরি শূন্যতা পূরণে ড. ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে দেশ সংস্কার ও পুনর্গঠনে এগিয়ে আসেন ড. ইউনূস।

যমুনা স্টেট হাউসের কার্যালয়ে মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছিলেন, ‘তরুণদের আহ্বানে সাড়া দিয়ে আমি এটা করছি কারণ আমি তাদের সাহায্য করতে চেয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা হওয়া, এটা আমার স্বপ্ন নয়, এটা তাদের স্বপ্ন। তাই আমি তাদের স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করছি।’

ড. ইউনূস গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। ছাত্র-জনতার বিক্ষোভে হাসিনার পতনের পর ইউনূসের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে, তা নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছেন তিনি।

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার পতনের পর ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.