পাঁচ শতাংশ নয়। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ৩ শতাংশ প্রবৃদ্ধি দেয়ার চিন্তা-ভাবনা চলছে। বাংলাদেশ সরকার ও আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র দৈনিকশিক্ষাডটকমকে এমন ইঙ্গিত দিয়েছেন।
সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের বার্ষিক প্রবৃদ্ধি ৫ শতাংশ হলে বেসরকারি শিক্ষকদের কেন ৩ শতাংশ হবে? দৈনিকশিক্ষার এমন প্রশ্নের জবাবে সরকারের একজন ঘনিষ্ঠ ব্যক্তি বলেন, “শুরুটা তো হোক তারপর আস্তে আস্তে বৃদ্ধি করা যাবে।”
অপর একটি সূত্র জানায়, আগামী বছর নাগাদ আরেকটি পেস্কেল দেয়ার সম্ভাবনা রয়েছে।
সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের দাবী ৫ শতাংশ প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব বোনাস, সম্মানজনক বাড়ী ভাড়া ও যৌক্তিক চিকিৎসা ভাতা।
দৈনিকশিক্ষাডটকম।