মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ,৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

শিক্ষকদের কালো পতাকা মিছিলে পুলিশের বাঁধা

Array

বরিশাল:

বরিশালে জাতীয় বেসরকারি শিক্ষক কর্মচারি ফ্রন্টের বৈশাখী ভাতাসহ ৩দফা দাবিতে বের করা কালো পতাকা মিছিলে পুলিশি বাঁধা এবং হামলার ঘটনা ঘটেছে।

পুলিশি হামলা এবং বেরিকেট ভেঙে নগরীতে বৈশাখী ভাতার দাবিতে কালো পতাকা হাতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষক ও কর্মচারিরা।

বৃহস্পতিবার (১৩ই এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক (সদর রোড) অশ্বিনী কুমার হলের সামনে এই ঘটনা ঘটে।

এসময় পুলিশের হামলায় জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্টের বরিশাল বিভাগীয় আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ বেশ কয়েকজন শিক্ষক আহত হয়।

এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকল বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসা শিক্ষকদের বৈশাখী ভাতা, বার্ষিক ৫ভাগ প্রবৃদ্ধি এবং জাতীয়করণের দাবিতে সকাল ১০টায় শহরের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বেসরকারি শিক্ষক কর্মচারি ফ্রন্ট বরিশাল বিভাগীয় কমিটি।

বিভাগীয় কমিটিরি আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, অধ্যাপক আমিনুর রহমান খসরু, রেজাউল করিম, হৌরাঙ্গ চন্দ্র কুন্ড, হানিফ হোসেন তালুকদার, শিবানী দাস, ফিরোজ আহমেদ, অধ্যক্ষ শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা তাদের দাবির বিষয়ে বিভিন্ন যৌক্তিকতা তুলে ধরে সরকারকে আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ১৩ ঘন্টার মধ্যে বেসরকারি শিক্ষক-কর্মচারিদের দাবি না মানা হলে পয়লা বৈশাখ সকাল ১০টায় বিক্ষোভ মিছিল এবং বাসন-খোরা নিয়ে জেলা প্রশাসকের বাস ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বক্তারা।

এদিকে বিক্ষোভ সমাবেশ শেষে অশ্বিনী কুমার হলের সামনে থেকে কালো পতাকা নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষক-কর্মচারিরা। এসময় ঘটনাস্থলে থাকা পুলিশ তাদের বাঁধা দেয়। এ নিয়ে শিক্ষক-কর্মচারি এবং পুলিশের মধ্যে হাতাহাতি হয়।

এক পর্যায়ে শিক্ষকদের উপর পুলিশ হামলা করলে শিক্ষক কর্মচারি ফ্রন্টের বিভাগীয় আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুলসহ বেস কয়েকজন আহত হয়েছে বলে দাবি শিক্ষক-কর্মচারি নেতৃবৃন্দের।

পরে পুলিশের হামলা উপেক্ষা এবং বেরিকেট ভেঙে নগরীতে কালো পতাকা বিক্ষোভ মিছিল বের করা হয়। সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।

সর্বশেষ

আচরণবিধি লঙ্ঘন, নৌকার প্রার্থী লাইলিকে শোকজ

শোডাউন করে আচরণবিধি লঙ্ঘন করায় লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ফরিদুন্নাহার লাইলিকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে আসনটির...

রাজশাহীতে ৭৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নারিকেল বাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান গাজাসহ এক...

রামগঞ্জে আগুনে পুড়ে গেছে খোরশেদের শেষ সম্বল

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে আগুনে পুড়ে গেছে হতদরিদ্র খোরশেদ আলমের ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার দিবাগত...

রায়পুরে বীর শহীদদের স্বরণে রক্তদান কর্মসূচী

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুরে যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই বিজয় সেই সব...

বুধবার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ

একদিন বিরতি দিয়ে আগামী বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর...

২৬ ডিসেম্বরের মধ্যে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষার ফল আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা...