শান্তর বিদায়ে বাংলাদেশের দিন শুরু

শেয়ার

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের চতুর্থ দিন (শুক্রবার) মাঠে নেমেছে বাংলাদেশ। স্বস্তি নিয়ে স্বাগতিকরা তৃতীয় দিন শেষের পর চতুর্থ দিনের দ্বিতীয় ওভারেই টাইগার শিবিরে হানা দিয়েছে নিউজিল্যান্ড।

টিম সাউদির লেগ স্ট্যাম্পের বাইরে করা শর্ট বলে পরাস্ত হন নাজমুল হোসেন শান্ত। খোঁচা দিয়ে বসেন উইকেটের পেছনে। দিনের শুরুতে সেঞ্চুরিয়ান শান্তকে হারানো বাংলাদেশের জন্য ধাক্কা। ১০৪ রানে দিন শুরু করে মাত্র ১ রান যোগ করতে পেরেছিলেন অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই রেকর্ড গড়া শান্ত। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী শাহাদাত হোসেন দিপু।

এদিকে, চতুর্থ দিন লাল সবুজের দলের সামনে নিজেদের অবস্থান আরও শক্ত করার পালা। বাংলাদেশের চাওয়া এখন এখন নিরাপদ লক্ষ্য।

এর আগে তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মুমিনুল হক বলেছিলেন, ‘এটা (টার্গেট) বলাটা খুব কঠিন। আমার কাছে এখনও মনে হচ্ছে উইকেট ভালো। কত রান নিরাপদ এটা বলা অনেক কঠিন। ৪০০-ও হতে পারে, ৩৫০ও হতে পারে। কালকের উপর নির্ভর করে। কাল চতুর্থ দিন, অন্যরকম আচরণ করতে পারে। চার’শ হলে ঠিক আছে…।’

উল্লেখ্য, তৃতীয় দিনটি রাঙিয়েছে বাংলাদেশ। ৩ উইকেট হারিয়ে ২১২ রান তুলে শেষ করেছে দিন। লিড নিয়েছিল ২০৫ রানের।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.