অপু বিশ্বাস, অভিনেত্রী থেকে এবার হলেন প্রযোজক। পেয়েছেন চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান। নির্মাণ করবেন ‘লাল শাড়ি’ শিরোনামের একটি ছবি। নির্মাতা হতে পেরে উচ্ছ্বসিত অপু বিশ্বাস।
আগামী বছর বিয়ে করছেন শাকিব খান, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অপু বলেন।
বাহ্, এটা তো অবশ্যই সুখবর, সে বিয়ে করবে আর আমরা সবাই তার বিয়ের আনন্দ নিয়ে মেতে উঠব। এটাই তো চাই। শাকিবের বিয়েতে আমি আর জয় মহাআনন্দ করব।