শাকিবের সঙ্গে পারিবারিক সম্পর্কে আছি: অপু

শেয়ার

প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক জোড়া লাগছে আবার। বেশ কিছুদিন ধরেই এমন গুঞ্জন চলছে। এছাড়া গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেও এমনই ইঙ্গিত দিয়েছিলেন এই নায়িকা। এবার তিনি জানালেন, শাকিবের সঙ্গে পারিবারিক সম্পর্কে আছেন।

নিউইয়র্ক থেকে ফেসবুকে লাইভ অনুষ্ঠান করেন ফাতেমা নাজনীন প্রিসিলা। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিরা প্রিসিলার অনুষ্ঠানের অতিথি হয়েছেন।

এবার প্রিসিলার মুখোমুখি হয়েছিলেন অপু। সেখানেই এ কথা বলেন তিনি।

অপু বলেন, ‘বেলা শেষে শাকিব আর আমরা একটা পারিবারিক সম্পর্কে আছি। সুতরাং পারিবারিক সম্পর্কের ব্যাপারটা ব্যাখ্যা করতে গেলে ব্যক্তিগত জীবন চলে আসে। কিন্তু আমি ব্যক্তিজীবন নিয়ে আমি বলতেই চাই না। কারণ আমি দেখেছি আমাদের কাজের জায়গায় দেখে দেখে দর্শক অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ এখন কাজ বেড়ে গেছে।’শাকিব-অপু জুটির অপমৃত্যু! - banglanews24.com

এ সময় শাকিব খান সম্পর্কে তিনি বলেন, ‘তিনি আমার ক্যারিয়ারের সফলতম একজন সহশিল্পী। আমার ক্যারিয়ারে বড় একটি মাত্রা যোগ করেছেন। ওই জায়গা থেকে প্রিয়তমা সম্পর্কে বলতে গেলে, এত অল্প সময়ে এত ভালো একটা সিনেমা বানানো শাকিব খানের পক্ষেই সম্ভব। আর কারও পক্ষে সম্ভব না।’

শাকিব খান ও অপু বিশ্বাস বর্তমানে যুক্তরাষ্ট্রে। ভিন্ন ভিন্ন প্রয়োজনে দেশটিতে গেলেও সেখানে গিয়ে এক হয়েছেন তারা। সম্প্রতি তাদের একটি ভিডিও ফাঁস হয়েছে।

সেখানে দেখা গেছে, সন্তান জয়কে নিয়ে একসঙ্গে শাকিব-অপু। ছেলের হাত ধরে গাড়ির দিকে যাচ্ছেন শাকিব। বেশ নির্ভার ভঙ্গিতে প্রাক্তন স্বামী ও পুত্রকে অনুসরণ করছেন অপু। এরপর দেখা যায় শাকিব ছেলেকে নিয়ে গাড়িতে ঢুকলে অপুও প্রবেশ করেন গাড়ির ভেতর।

ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই ভাইরাল হয়। প্রাক্তন স্বামীর সঙ্গে অপুকে দেখে নানারকম মন্তব্য করছেন নেটজেনরা। কেউ শুভকামনা জানাচ্ছেন আবার কেউবা মেতে উঠেছেন সমালোচনায়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.