শাকিবের ছবির ৩ মিনিট ফাইট দৃশ্যের খরচ ৭০ লাখ

শেয়ার

গত বছর বেশ লম্বা সময় কাটিয়ে এসে আবারও যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ঢালিউড কিং শাকিব খান। তবে এবার ব্যক্তিগত কাজে নয়, তিনি গেছেন আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ে।

ঢাকার অংশের শুটিং শেষ করে বাকি অংশের শুটিং করতেই আমেরিকা গেছেন তিনি। এই সিনেমার তিন মিনিটের একটি ফাইট দৃশ্যের জন্য ৭০ লাখ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে। কয়েকদিন আগে নির্মাতা পরিচালক হিমেল আশরাফ জানিয়েছিলন, ‘আমরা ‘রাজকুমার’ সিনেমার ফাইটে যে বাজেট খরচ করেছি সেই টাকাতে আমাদের এখানে অনেক সিনেমা নির্মিত হয়। এই সিনেমার ফাইট আর গানে আমরা কোনো কমতি রাখতে চাই না। আমেরিকার বিভিন্ন রাজ্যে দুই সপ্তাহ ধরে শুটিং করব, যেসব লোকেশন শুটিং হবে, সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনও দেখা যায়নি।’

তিনি আরও জানান, ‘সিনেমাটির গল্প-চিত্রনাট্য আমার। আমার জানা আছে কী কী এলিমেন্টস লাগবে। ‘প্রিয়তমা’র চেয়ে গল্প এবং নির্মাণে ভালো হবে আশা রাখি।’ ‘রাজকুমার’ নির্মাতা হিমেল আশরাফ, প্রযোজক আরশাদ আদনান, নায়িক শাকিব খান ও নায়িকা কোর্টনি কফি প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’।এর শুটিং শুরু হয় গত বছরের ডিসেম্বরে। সিনেমাটির নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান। সিনেমাটি প্রযোজক আরশাদ আদনান

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.