শহীদ মিনারে শ্রদ্ধা শেষে পান্না কায়সারের দাফন রোববার

শেয়ার

সাবেক সংসদ সদস্য ও শহীদ জায়া অধ্যাপক পান্না কায়সারকে চিরনিদ্রায় শায়িত করা হবে আগামী রোববার (৬ আগস্ট) রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের জনতা।

পান্না কায়সারের প্রথম জানাজা শুক্রবার (৪ আগস্ট) বাদ জুমা রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

আজাদ মসজিদে জানাজা শেষে বেলা পৌনে ৩টার দিকে পান্না কায়সারের মরদেহ রাজধানীর নিউ ইস্কাটনের গাউস নগর আবাসিক এলাকার বাসায় নেওয়া হয়। সেখানে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া সাহিত্যিক, শিল্পী, প্রকাশকসহ সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা তার প্রতি শ্রদ্ধা জানান।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.