শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাবেন খালেদা

শেয়ার

 

পল্লী নিউজ ডেস্ক:

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সকালে তিনি দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার রাতে সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার সকাল ৯টায় বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশে গুলশানের বাসা থেকে বের হবেন খালেদা জিয়া।

এদিকে দলের পক্ষ থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.