রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় কেউ পাস করেনি এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটি রাজশাহী পুঠিয়া উপজেলার তাহেরপুর হাই স্কুল।
রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন তাহেরপুর হাই স্কুল থেকে এ বছর ৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তারা কেউ পাস করতে পারেনি। সবাই ফেল করেছে।
এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম বলেন, পুঠিয়া উপজেলার তাহেরপুর হাই স্কুলে কেউ পাস করেনি। এ বছর এই স্কুল থেকে ৪ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। কেউ পাস না করার কারণ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে জানা হবে। এছাড়া ওই স্কুলে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।