লিটনের বিকল্প হিসেবে বিজয়!

শেয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ফর্ম ভোগাচ্ছে বাংলাদেশ দলকে। জিম্বাবুয়ে সিরিজে ব্যাটাররা প্রত্যাশা পূরণ করতে পারেননি। যদিও সিরিজ জয়ের পর ব্যাটারদের পারফরম্যান্স অনেকটাই ঢাকা পড়ে গেছে। বিশেষ করে লিটন দাস-সৌম্য সরকাররা যুক্তরাষ্ট্রেও নিজেদের মেলে ধরতে পারছেন না।

যদিও বিশ্বকাপের দল চূড়ান্ত হয়ে যাওয়ায় তাদের কাউকে বাদ দেয়ার সুযোগ নেই বাংলাদেশ দলের নির্বাচকদের। বিশ্বকাপের মূল দলের সঙ্গে দুজন অতিরিক্ত ক্রিকেটারও রাখা হয়েছে। আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ দলের সঙ্গেই যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।

যদিও অতিরিক্ত ক্রিকেটার হিসেবে নেই কোনো টপ অর্ডার ব্যাটার। বিশ্বকাপে টপ অর্ডারের কেউ চোটে পড়লে ডাকা হতে পারে এনামুল হক বিজয়কে। আর উইকেটরক্ষক হিসেবে বিবেচনায় আছেন নুরুল হাসান সোহানও। এ ছাড়া সাদা ও লাল বলের দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে ঘোষণা করা হয়েছে এইচপির স্কোয়াড।

এই দল নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু গণমাধ্যমকে বলেছেন, ‘লাল বল ও সাদা বলের জন্য কিছু ক্রিকেটারকে বেছে নিয়েছি। বিশেষ করে সাদা বলের ওরা বিশ্বকাপের স্ট্যান্ডবাই। উপরের দিকে বিজয়কে রাখা হয়েছে যদি লিটনের কোনো ক্রাইসিস হয়। সোহানকে রাখা হয়েছে যদি জাকেরের সমস্যা হয়।’

বিবেচনায় রাখা হয়েছিল মোহাম্মদ সাইফউদ্দিনকেও। এই অলরাউন্ডার শেষ মুহূর্তে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন। যদিও সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ১০ জুন পর্যন্ত ছুটি নিয়েছেন তিনি। এর বাইরে পারভেজ হোসেন ইমন ও নাসুম আহমেদকেও তৈরি রাখা হয়েছে। এইচপি দলে জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজও।

প্রধান নির্বাচক যোগ করেছেন, ‘সাইফউদ্দিনকেও রাখা হয়েছিল। খালেদ আছে, সাইফউদ্দিন ১০ তারিখের পর আসবে। ইমন আছে। নাসুম আছে, মিরাজ আছে। নাসুমের কাছ থেকেও চিঠি পেয়েছি ঢাকায় ৪-৫ দিন করতে পারবেন না। তিনি জন্ডিসে আক্রান্ত ছিলেন। মেডিকেল টিম মনে করলে সামনের মাসের শুরুতেই সিলেটের সেশনে জয়েন করবেন।’

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.