লারা-দ্রাবিড়ের রেকর্ড ভেঙে শচীনের পাশে রুট

শেয়ার

গতকাল ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ৪৯ রানের জয় দিয়ে শেষ হয়েছে এবারের অ্যাশেজ। শেষ ম্যাচে ইংলিশদের জয়ে অবশেষে ২-২ সমতা দিয়েই শেষ হল এবারের সিরিজ।

এদিকে প্রথম দুই টেস্ট জিতে এগিয়ে থাকা অজিরা সিরিজ নিজেদের না করে নিতে পারলেও শিরোপা থাকছে তাদেরই কাছে। আবার, ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সমতায় থেকেই এ যাত্রায় সমাপ্ত হল ইংল্যান্ডের বাজবল অভিযান। আর এতে গুরত্বপূর্ণ অবদান আছে ব্যাটার জো রুটের।

এবারে পুরো সিরিজ জুড়েই নিজের নামের প্রতি সুবিচার করতে পেরেছেন রুট। অজিদের বিপক্ষে সাদা পোশাকে এবার হেসেছে তাঁর ব্যাট। পাঁচ ম্যাচ খেলে এবার মোট ৪১২ রান করেছেন রুট। আর তাতেই শচীন টেন্ডুলকারের নামের পাশে জায়গাও করে নিয়েছেন তিনি। এ যাত্রায় ভেঙেছেন ব্রায়ান লারা এবং রাহুল দ্রাবিড়ের রেকর্ডও।

সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন ভারতীয় কিংবদন্তী ব্যাটার শ্চীন টেন্ডুলকার তাঁর পুরো ক্যারিয়ারে সাদা পোশাকে ১৯ বার কোনো সিরিজে ৩০০ বা এর চেয়ে বেশি রান করেছেন। আর এবারের অ্যাশেজ দিয়ে শচীনের এই রেকর্ডেই ভাগ বসিয়েছেন রুট।

৩২ বছর বয়সী রুট এবার ৫১ গড়ে পুরো সিরিজে করেছেন ৪১২ রান যা এ সিরিজে ইংল্যান্ড দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। একটি সেঞ্চুরির পাশাপাশি করেছেন দুইটি হাফ সেঞ্চুরিও। সর্বোচ্চ ১১৮ রানের ইনিংস খেলা রুট বাজবলেও ছিলেন বেশ সাবলীল, রান তুলেছেন দ্রুত গতিতে।

এদিকে এবারের অ্যাশেজের আগে লারা-দ্রাবিড়ের সঙ্গে একই কাতারে ছিলেন রুট। সাবেক দুই কিংবদন্তীর মত তারও ছিল ১৮টি সিরিজে ৩০০ বা এর বেশি রান করার অভিজ্ঞতা। আর এবারের সিরিজেও ৪১২ রান করায় তাদের দুজনকে ছাড়িয়ে শ্চীনের পাশে নিজের জায়গা করে নিয়েছেন রুট।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.