লায়ন্স ইন্টারন্যশনাল ও কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী বিতরণ

শেয়ার

রিমন আহমেদ রাজু,কমলনগর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ১ বাংলাদেশের পক্ষ থেকে এবং কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে বন্যা দূর্গত মানুষের মাঝে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

গতকাল ০৭ সেপ্টেম্বর(রবিবার)দুপুর ১টার সময় উপজেলার চর কাদিরা ইউনিয়নের বাদামতলী,বটতলী,চরবসু রামগতির চর পোড়াগাছা ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন,লায়ন আক্তার হোসেন,লায়ন সাইদুর রহমান,কাজী জিয়া উদ্দীন বাসিত,লায়ন আকবর হোসেন,লায়ন নূর হাওলাদার চুন্নু,লায়ন বকশি,লায়ন সরোয়ার হোসেন,লিও রায়হান, লিও আরমান হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ।

এসময় কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশনের কর্ণধার কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন,সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করাই কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশনের মূল লক্ষ্য।আমরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন উপায়ে মানবসেবা কার্যক্রম চালিয়ে আসছি এবং যেকোন দুর্যোগে মানুষের পাশে সর্বদাই প্রস্তুত থাকতে সচেষ্ট।

উল্লেখ্য, মরহুম মোঃ কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশন ২০২১ সালে প্রতিষ্ঠা লাভ করেন।সংগঠন প্রতিষ্ঠা লাভের পর থেকে যুবকরা সমাজের ছিন্নমূল হতদরিদ্র নিরন্ন সুবিধা বঞ্চিত মানুষদের বিভিন্ন সময় শীতবস্ত্র বিতরণ,মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ,অর্থের অভাবে যে সকল দূরারোগ্য রোগীরা চিকিৎসা করতে পারে না তাদের চিকিৎসা ব্যবস্থা করে দেওয়া।বিভিন্ন মসজিদ মক্তব এতিমখানায় কোরআন শরীফ বিতরণ,প্রতি বছর ইফতার সামগ্রী বিতরণ সহ দোয়া মাহফিলের আয়োজন করে থাকে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.