তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ৬৯০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে।
শনিবার (৬ মার্চ) সকাল ১০টা থেকে পৌরসভার মেয়রের বাসার সামনে অস্থায়ী দোকানে বসিয়ে বিক্রি করা হচ্ছে।
৬ ও ৭ এপ্রিল মোট দুইদিন মাংস বিক্রির কার্যক্রম চলবে সকাল নয়টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৩টা পর্যন্ত। স্থানীয়রা জানায়, প্রাণিজ আমিষের চাহিদা পূরণে ৬৯০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু করেন পৌরসভার মেয়র ।
বর্তমান বাজারে গরুর মাংসের মূল্য অনেক বেশি। মাংস ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙ্গতে উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ ক্রেতারা। রমজানে এমন উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি দিবে সাধারণ মানুষকে। তারা মনে করেন, এ উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে মাংস বিক্রেতারা তাদের সিন্ডিকেট ভাঙতে বাধ্য হবে।
এতে করে সাধারণ মানুষ উপকৃত হবে। ন্যায্যমূল্যে মাংস,কিনতে পেরে খুশি সাধারণ মানুষ।
পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া বলেন, মাংসের মূল্য অধিক হওয়ায় পৌরবাসীর অনেকেই সচারাচর ক্রয় করে খেতে পারেনা। এজন্য ঈদ উপলক্ষে ২ দিন ব্যাপি এই গরুর মাংস বিক্রির উদ্যোগ গ্রহন করি।