লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুস সাত্তার পালোয়ানের মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মনোনয়নপত্র গ্রহণ করে তাকে প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
এই আদেশের ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে লড়তে আবদুস সাত্তার পালোয়ানের কোন বাধা নেই।
বুধবার (২০ ডিসেম্বর) এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।