লক্ষ্মীপুর-৩ সদর আসনে নৌকায় মনোনয়ন পাওয়ায় পিংকুকে ফুল দিয়ে বরণ

শেয়ার

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর-৩ সদর আসনে গোলাম ফারুক পিংকু নৌকায় মনোনয়ন পাওয়ায় ফুল দিয়ে বরণ করেছে আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১২ টায় লক্ষ্মীপুর জেলার প্রবেশদ্বার চন্দ্রগঞ্জে হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ ফুলের শুভেচ্ছা জানায় ও পরে তার বাস ভবনে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়। নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছায় শিক্ত হন পিংকু। এর আগে তিনি উপনির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়।

এইসময়ে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটোয়ারী,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড জহির উদ্দিন বাবর, জেলা আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না, জেলা আওয়ামী লীগের নেত্রী ফরিদা ইয়াসমিন লিকাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে গোলাম ফারুক পিংকু বলেন, নৌকার জন্য কাজ করে যেতে হবে, নৌকার হয়ে কাজ করতে হবে, যার সাথে যার যত ভালো বন্ধুত্ব থাকুক না কেনো, নৌকার সাথে বেঈমানি করা যাবেনা। নৌকার জন্য মরিয়া হয়ে কাজ করে যেতে হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.