তারেক মাহমুদ, লক্ষ্মীপুর
দ্বাদশ জাতীয় নির্বাচনের আর মাত্র ৩ দিন বাকি। শেষ মুহূর্তে এ আসনে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তবে আওয়ামী লীগের নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু এবং সে দলীয় সতন্ত্র প্রার্থী এমএ সাত্তারের ট্রাক মার্কা বাদে বেশিরভাগ প্রার্থীকে ভোটের মাঠে সেভাবে দেখা যাচ্ছে না।
নির্বাচনে অংশ নেয়া অধিকাংশ রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার পোস্টার-ব্যানার আর মাইকিং এ সীমাবদ্ধ। জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন( লাঙ্গল), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মাহাবুবুল করিম টিপু( হাতুড়ি),তৃণমূল বিএনপির মো. নাইম হাসান (সোনালী আঁশ) ও বাংলাদেশ জাতীয় পার্টির আবদুর রহিম (কাঁঠাল) প্রতীক নিয়ে ভোটের মাঠে অংশগ্রহন করছেন। ভোটাররাও বলছেন, নৌকা, লাঙ্গল আর সতন্ত্র প্রার্থীর ট্রাক ছাড়া অন্য মার্কা এবং প্রার্থীদেরকে চেনেনই না তারা।
নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু এবং সতন্ত্র প্রার্থী এমএ সাত্তারের মধ্যে এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানান ভোটাররা৷ ব্যাপক প্রচারণা, গণসংযোগ, উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন এই দুই প্রার্থী। লাঙ্গলের প্রার্থী মোহাম্মদ রাকিব হোসাইন কিছুটা গনসংযোগ করলেও বাকি প্রার্থীরা নাম মাত্র গুটি কয়েক পোস্টারেই সিমাবদ্ধ।এই আসনে মোট ৬ প্রার্থী রয়েছেন।
ভোটাররা বলছেন, এসব মার্কা যে আছে সেটিই জানতেন না তারা। কিছু কিছু প্রার্থীর পোস্টার দেখলেও প্রচারণার মাঠে তাদের দেখা যায়নি।